ইউএনও রুহুল আমিনের ভালোবাসার উপহার পেল জন্মপ্রতিবন্ধী তরুণী

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন রোববার (১১ জুলাই) বিকালে প্রস্তুতি নিচ্ছিলেন বিদায়ের। ইউএনও থেকে চা বোর্ডের উপসচিব হিসেবে পদায়ন হয়েছে তাঁর। আনুষ্ঠানিকতার ফাঁকে তিনি জানতে পারেন হুইলচেয়ারের অভাবে থাকা এক প্রতিবন্ধী নারীর কথা।

ব্যস্ততার মাঝেও তিনি ওই নারীর জন্য ব্যবস্থা করে দিলেন হুইলচেয়ার। সঙ্গে দিলেন নগদ ৫ হাজার টাকা।

সোমবার সকালে হুইলচেয়ার ও নগদ টাকা পেয়ে বেশ খুশি হন ২৬ বছর বয়সী প্রতিবন্ধী নারী গুলতাজ বেগম।

হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজী মোশাররফ আলীর বাড়ির বাসিন্দা গুলতাজ বেগম।  বাবা মারা গেছেন বহু আগে। অসহায় মা অনেক কষ্টে দেখাশোনা করেন তার। চলাফেরার জন্য একটি হুইলচেয়ারের খুব প্রয়োজন ছিল গুলতাজের। ইউএনও চলে যাচ্ছেন শুনে মেয়ের জন্য একটি হুইলচেয়ারের আবেদন করেন গুলতাজের মা। তাদের এ আবেদন এক লোক পৌঁছে দেন ইউএনওর কাছে।

গুলতাজকে নিরাশ করেননি ইউএনও। ব্যবস্থা করে দেন একটি হুইলচেয়ার ও নগদ টাকা।

এ ব্যাপারে ইউএনও মো. রুহুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, একটু পর আমি হাটহাজারী ছাড়বো। হঠাৎ খবর এলো গুলতাজ বেগম নামের এক প্রতিবন্ধী নারীর হুইলচেয়ার প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমি একটি হুইলচেয়ার ও নগদ ৫ হাজার টাকা পাঠিয়ে দেই। সোমবার সকালে তিনি নগদ টাকা ও হুইলচেয়ার হাতে পেয়েছেন।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!