‘সবুজ বিপ্লব আন্দোলন বাস্তবায়ন করে যাচ্ছে সরকার’—আ জ ম নাছির

হানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে। এ কারণে বিশ্ব প্রতিনিয়ত উষ্ণ হয়ে উঠছে। বায়ুমণ্ডলের ওজোন স্তরে ফাটলের সৃষ্টি হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে এন্টার্কটিকা মহাদেশের বরফ গলতে শুরু করেছে, আবার অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাচ্ছে। পৃথিবীর উপকূলীয় অঞ্চলগুলো জলাবদ্ধতার গ্রাসে পড়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন উপকূলীয় দেশ সমুদ্রগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের মোট ভূমির ২০ শতাংশ এলাকাকে সবুজায়নের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবুজ বিপ্লব আন্দোলন বাস্তবায়ন করে যাচ্ছে।’

মঙ্গলবার (৩১ আগস্ট) বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। নগরের এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য হাঙ্গার পিপল’র উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন: একমঞ্চে নদভী—বিপ্লব—আমিন, লড়বেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান। ‘সেভ দ্য পিপল’র প্রতিষ্ঠাতা সোহেল হকের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক আমান উল্লাহ চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মো. শাহজাহান, আবদুর রশিদ লোকমান, মানবাধিকারকর্মী মো. আবদুর নূর, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি নাছরিন রহমান, চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদের সভাপতি শেখ আবদুল মান্নান প্রমুখ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!