বস্ত্রহীনকে বস্ত্র দান ইবাদতের সমান : আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সীমিত আয়ের ছিন্নমূল মানুষেরা শীতের কষ্টে দিনযাপন করছে। শীতের প্রাদুর্ভাবে সর্দি-কাশি, হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হন বেশিরভাগ মানুষ। শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে অস্বচ্ছল মানুষকে সেবা করার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। বস্ত্রহীনকে বস্ত্র দান করা মহান আল্লাহর ইবাদতের সমান।

রোববার (২ জানুয়ারি) বিকালে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার কাজী আবু তাহের ফাউন্ডেশনের সৌজন্যে লালখানবাজার হিলসাইড এলাকার এ আয়োজনে ২০০ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধী জালালকে হুইলচেয়ার উপহার দিলেন আ জ ম নাছির উদ্দীন

অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, শীতের মধ্যে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জনমনে শঙ্কার সৃষ্টি হচ্ছে। চলতি শীতেও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রনের প্রভাব মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে। তাছাড়া দেশব্যাপী করোনার টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বছরের প্রথম দিনে সারাদেশের প্রায় ৯ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন খ ইউনিট সভাপতি এসএম ইব্রাহিম, ক ইউনিট সভাপতি শফিউল আজম বাবু, গ ইউনিট সভাপতি নুরুল আলম বাবুল, ক ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, খ ইউনিট সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম, গ ইউনিট সাধারণ সম্পাদক সমীর কান্তি দে, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান চৌধুরী, শাহাজান লিটন, অ্যাডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু, যুবলীগ নেতা মাঈনুদ্দিন হানিফ ও ছাত্রলীগ নেতা মো. শাওন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm