নগরের কালামিয়া বাজার এলাকার ইসলামিয়া কলোনিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের প্রত্যেককে ত্রাণেরর পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন।
আরও পড়ুন: চট্টগ্রামের ৫০০ কর্মজীবী ও নির্মাণশ্রমিক পেলেন আ জ ম নাছিরের ত্রাণ সহায়তা
এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সোলায়মান, রিফাত উদ্দিন বাবু, ইউসুফ ও মো. বাদশা।
প্রসঙ্গত, গত ৫ মার্চ শনিবার রাত দেড়টার দিকে বাকলিয়া কালামিয়া বাজার ইসলামিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আলোকিত চট্টগ্রাম