আ জ ম নাছিরের জন্মদিনে কুলসুমা শরীফ ফাউন্ডেশনের আয়োজন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ৬৬তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও বোখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাকলিয়া এলাকায় কুলসুমা শরীফ ফাউন্ডেশন এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাইখুল হাদীস মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। বোখারী শরীফে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যকরী সদস্য বেলাল আহমেদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, কুলসুমা শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোলায়মান, সৈয়দ আশরাফ উল্লাহ আদিলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দিনের জন্ম চট্টগ্রামের আন্দরকিল্লার মোহাদ্দেছ ভিলায়। তাঁর বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শিক্ষানুরাগী। মায়ের নাম ফাতেমা জোহরা বেগম। আ জ ম নাছির উদ্দিন বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন।

স্কুলছাত্র থাকাকালীন তিনি ঊনসত্তরের গণঅভ্যুথানের মিছিলে অংশ নেন। ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের কঠিন সময়ে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm