মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত তরুণ আয়াতুল ইসলাম আয়াত (২০) মারা গেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে চলন্ত ট্রেন উঠে পড়ল মাইক্রোবাসে, ১১ পর্যটক নিহত
শুক্রবার ( ৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আয়াত চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
এর আগে মিরসরাইয়ের বড়তাকিয়ায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত আয়াত ইসলাম চমেকে চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনায় তার ডান হাত ও কলার বোন ভেঙে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১ আগস্ট তাকে নিউরোসার্জারি বিভাগ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়। আজ সকাল থেকে তার অক্সিজেন স্যাচুরেশন কমে অবস্থার অবনতি হয়। দুপুর দেড়টার দিকে তিনি চমেক হাসপাতালেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১২।
সিএম/আলোকিত চট্টগ্রাম