আড়াইশ দুস্থের মুখে ইফতার দিলেন আ জ ম নাছির

দুস্থদের ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আমাদের স্বপ্ন’। এ উপলক্ষে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আরও পড়ুন: ৫০০ মানুষের হাতে ঈদের উপহার তুলে দিল টিম মানবিক পাথরঘাটা

মহানগর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম, নাজমুল হক ডিউক, ওয়াহিদুল আলম শিমুল, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রুবেল আহমদ বাবু, জাফর উল্লাহ মজুমদার, শরীফুল ইসলাম মিয়াজী, রায়হানুল কবির শামীম, ইফতেখার পথিক, সানজীদ, আবির, রানা, আমিনুল ইসলাম শাওন ও সালাউদ্দিন আকাশ।
পরে ২৫০ মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়।

আলেকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm