আহমদ ছফার রচনা নিয়ে ৯ খণ্ডের রচনাবলী প্রকাশ

‘আহমদ ছফা ছিলেন একজন প্রথিতযশা লেখক। আজীবন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের সাধনা করে গেছেন। অনেক গ্রন্থের রচয়িতাও তিনি। তাঁর মৃত্যুর পর সকল রচনা নিয়ে নয় খণ্ডের রচনাবলী প্রকাশিত হয়েছে।’

সাহিত্যিক ও বুদ্ধিজীবী আহমদ ছফার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বুধবার (২৮ জুলাই) চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও লোকগবেষক শামসুল আবেদীন।

সংগঠনের সভাপতি লেখক, ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন।

উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রণঞ্জিত কুমার দে, আহমদ ছফার নাতি মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মো. আমিন উল্লাহ টিপু, সংগঠক মো. শাহরুফ উদ্দীন লাভলু, হাফেজ মাওলানা মো. জাহেদুল ইসলাম, কাজী আবুল কালাম, তছিবুর রহমান ও তানজিমুর রহমান তানিম প্রমুখ।

আহমদ ছফার গ্রন্থের মধ্যে ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (প্রবন্ধ), বাঙালি মুসলমানের মন (প্রবন্ধ), ওঙ্কার (উপন্যাস), অলাতচক্র (উপন্যাস), নিহত নক্ষত্র (গল্প), ফাউস্ট (অনুবাদ কাব্যনাট্য), লেনিন ঘুমোবে এবার (কাব্য) উল্লেখযোগ্য।

এছাড়া মৃত্যুবার্ষিকীতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm