কক্সবাজার বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে সদর উপজেলার খুরুশকুল রাস্তাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
আরও পড়ুন: ছোট বোনকে বাঁচাতে গিয়ে ডুবে মরল বড় বোনও
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ৩টার দিকে পাশের একটি বাড়িতে মায়ের পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। পাশে একটি আর্থিং করা ক্যাবলের সঙ্গে লেগে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সাজ্জাদ। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মা ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় মা ও ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজ্জাদের বাবা সাদ্দাম হোসেন বলেন, অল্প বয়সে ছেলের এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই।
খুরুশকুল ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জানে আলম বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে যাই। ময়নাতদন্ত ছাড়া যেন শিশুর লাশ হস্তান্তর করে সেজন্য সদর থানা পুলিশের কাছে আবেদন করেছি।
বিডি/আরবি