আশেকানে খাজা গরীবে নেওয়াজ পরিষদ চট্টগ্রাম নগর শাখার ৫৬ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে৷
শনিবার (১৬ জুলাই) মো. নজরুল ইসলাম তুহিনকে সভাপতি, অপু চৌধুরী আকাশকে সাধারণ সম্পাদক ও মো. ইসমাইল সিরাজীকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- রসুল আহমেদ সেলিম, মো. সোহাগ, নাইমুল আজিজ পলাশ, মো. ওয়াসিম, মো. হুমায়ুন কবির সুমন, শ্যামল দেবনাথ, থিটন তালুকদার, ফিরোজ আহমদ, মো. জহির আলম, মো. নুরুল হক, মো. মহসিন, মো. মোরশেদ আলম রিফাত, মো. গোলাম মওলা পাবেল, মো. মইন উদ্দিন রাজু, মো. নুরুল ইসলাম, মো. বারেক, মো. এরশাদ, মো. বাচ্চু সরদার, মো. জাবেদ হালি, মো. সোলায়মান ও মো. সালাউদ্দিন৷
এদিকে কমিটি গঠন উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়৷ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আশেকানে খাজা গরীবে নেওয়াজ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী খোরশেদ শাহ আল চিশতি।