আলোকিত চট্টগ্রামে প্রতিবেদনের পরপরই অ্যাকশনে চকবাজারের পুলিশ

আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন প্রকাশের পরপরই অ্যাকশনে গেছে চকবাজার থানা পুলিশ। উচ্ছেদ করেছে বিভিন্ন এলাকায় রাস্তা-ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক ভাসমান দোকান।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

এর আগে আজ (সোমবার) সকালে ‘চকবাজারে ভাসমান দোকানে বাড়ছে বখাটের আড্ডা, চলে মাদক বেচাকেনাও’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে আলোকিত চট্টগ্রাম।

আরও পড়ুন: চকবাজারে ভাসমান দোকানে বাড়ছে বখাটের আড্ডা, চলে মাদক বেচাকেনাও

প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই অ্যাকশনের পরিকল্পনা শুরু করে চকবাজার থানা পুলিশ। এরপর শুরু হয় ভাসমান দোকান উচ্ছেদের অ্যাকশন।

থানা সূত্রে জানা যায়, অভিযানে পশ্চিম বাকলিয়ার ফুলতলা মোড়, প্যারেড কর্ণারের রশিদ হাজারী লেইন, কলেজ রোড, গুলজার মোড়, গণি বেকারি মোড়, হোস্টেল গেইট, চট্টেশ্বরী রোড ও মেডিকেল হোস্টেল গেটের আশপাশের এলাকার অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

যোগাযোগ করা হলে চকবাজার থানার সেকেন্ড অফিসার এসআই ফিরোজ আলম মুন্সী আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (সোমবার) সকাল থেকে আমাদের বিভিন্ন এলাকার পেট্রোল টিম রাস্তা-ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কোথাও কোনো অসঙ্গতি দেখলে থানা-পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm