দৈনিক আলোকিত চট্টগ্রাম অফিস পরিদর্শনে আসলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম চৌধুরী।
পার্কভিউর ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানান আলোকিত চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক (ল্যাব সার্ভিস) ডা. আহমেদ রহিম, এইচআর বিভাগের ডিজিএম মো. হুমায়ন কবির, অ্যাসিসটেন্ট ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম। চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক হাসান মাহমুদ আকবরী, আলোকিত চট্টগ্রামের যুগ্ম সম্পাদক শামসুল হুদা মিন্টু, নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক, হেড অব এইচ অ্যান্ড এডমিন সুবীর চৌধুরী প্রমুখ।
এ সময় পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম বলেন, আলোকিত চট্টগ্রাম অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রার শুরু থেকেই আলোকিত চট্টগ্রামের অনলাইন সংস্করণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে।
তিনি সাহসী সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত চট্টগ্রাম