আলীনগর থেকে বাসে ঢাকা যাওয়ার পথে আটক ৬৩, চলছে আসামি শনাক্ত

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগরের অবৈধভাবে বসবাসকারীদের পরিকল্পনা ছিল ঢাকায় বিক্ষোভ করার। ঢাকায় বিক্ষোভ করতে যাওয়ার পথে আলীনগরের ৬৩ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম জেলা প্রশাসনের চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তারা বিক্ষোভ করার প্রস্তুতি নিয়েছিল। শনিবার (১০ সেপ্টেম্বর) তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক সোমবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে ৬৩ জন বিক্ষোভকারী ঢাকার উদ্দেশ্যে রওনা হলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, জঙ্গল সলিমপুরের আলীনগরে সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রশাসনের ওপর হামলা করেছে। এসব ঘটনায় থানায় অনেকগুলো মামলা হয়েছে। তাই আটকদের মধ্যে থেকে মামলায় আসামি আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।

Yakub Group
শেখ সালাউদ্দিন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!