চিলির সর্বনাশে আর্জেন্টিনার পৌষ মাস

হেরে গেছে চিলি, আর বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো আর্জেন্টিনার। চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের বিপক্ষে ড্র করায় বিশ্বকাপের টিকিট পেতে তাকিয়ে থাকতে হয় চিলি-ই্কুয়েডর ম্যাচের দিকে।

সেই ম্যাচে চিলি ২-১ গোলে ইকুয়েডরের কাছে পরাজিত হলে ল্যাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় আর্জেন্টিনার

আগেই প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত ছিল ব্রাজিলের। ফলে তাদের না জিতলেও চলে বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচে। কিন্তু গোলশূন্য অবস্থায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ অমীমাংসিত থেকে গেলে অন্য মাঠে চিলি-ইকুয়েডর ম্যাচের ফল জানতে অপেক্ষায় থাকতে হয় লিওনেল মেসির দলকে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের বাজিমাত, শঙ্কায় ইউরোসেরার বিশ্বকাপ

যদিও ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়েছে সেই ম্যাচও। আর বিশ্বকাপ নিশ্চিত হলো কোপা আমেরিকা জয়ী দলের।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিজেদের টুইটারে পোস্ট দিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছে।

লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। দুদলই অপরাজিত রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!