সম্মাননা স্মারক পেলেন আয়ান শর্মা

সম্মাননা স্মারক দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে। তবে অসুস্থতার কারণে সম্মাননা স্মারক নিতে আসতে পারেননি আয়ান শর্মা। তাঁর পরিবর্তে অনুষ্ঠানে আসে ছেলে রাজপুত শর্মা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চাটগাঁর সংবাদের উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুক্রবারের (১৩ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরপিতা ডা. শাহাদাত হোসেন।

বিটিভির উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, শিল্পপতি নুরুল কবির চৌধুরী ও আব্দুল মোতালেব।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত বলেন, কঠিন প্রতিকূলতার মাঝেও চাটগাঁর সংবাদের দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত প্রকাশনার মাধ্যমে টিকে থাকাটা প্রশংসনীয়।

মেয়র বলেন, তরবারির চেয়ে কলম শক্তিশালী। তরবারির যেটা পারে না, সেটা কলম দিয়ে করা যায়। আমি আশা করি সত্য প্রকাশে ‘চাটগাঁর সংবাদ’ কখনো আপস করবে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm