করোনা মোকাবেলায় সরকার নিরলস কাজ করে যাচ্ছে—আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে মানবসমাজ আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি। এ ভাইরাসের আক্রমণে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। একদিকে আক্রান্ত মানুষের মৃত্যুতে ভারী হয়ে উঠছে আকাশ। অন্যদিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ক্ষুধার জ্বালায় কাতর। এমন অস্থিতিশীলতা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এদিকে দেশের মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে অসহায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ  ও অর্থ সহায়তা প্রদানসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মহামারী মোকাবেলায় সরকারের হাতকে শক্তিশালী করতে সমাজের স্বচ্ছলদের এগিয়ে আসতে হবে। এ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সরকারের সহায়ক শক্তি হতে হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নগরের একটি কমিউনিটি সেন্টারে শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে : আ জ ম নাছির

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্ব ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, রফিউল হায়দার রফি, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, সাবেক কাউন্সিলর আবদুল কাদের, এইচএম সোহেল, শহীদুল আলম মিন্টু, সৈয়দ সাইফুদ্দিন আহমদ বাবু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, মিনহাজ উদ্দিন, এসএম খালেদ বাবলু, জাকেরুল হাসান মিঠু, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামসুল হুদা মিন্টু,  এএইচ চৌধুরী রিপন, জাহাঙ্গীর হোসেন, শহীদ মাহফুজ স্মৃতি সংসদের সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুর রহমান তাপস, জাওয়িদ আলী চৌধুরী, জাফর আল তানিয়া,  আইয়ুব চৌধুরী, আলাউদ্দিন আলো, আলমগীর মোহাম্মদ ফারুক, সজীব আনোয়ার ইভান, দিবাকর দাশ, নাসিরুদ্দিন কুতুবী প্রমুখ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!