চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এবার ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনের বালুচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।
এর আগের দিন শনিবার (৩০ অক্টোবর) সকালে কদমতলী রেলগেইট পার হতে গিয়ে চবির শাটল ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়।
আরও পড়ুন: শাক তুলতে গিয়ে শাটল ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনের বালুছড়া আসলে শিশুটি এক বগি থেকে অন্য বগিতে যেতে লাফ দেয়। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএইচ/আরবি