আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের পুকুর পাড়ে ফলদ ও বনজ চারাগাছ রোপণ করা হয়।
আরও পড়ুন : বৃক্ষরোপণে শতশত ঔষধি—ফলজ গাছের চারা দিচ্ছেন যুবলীগ নেতা
কর্মসূচিতে আনায়োরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কোরবান আলী টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল, নির্বাহী সদস্য খালেদ মনছুর, নুরুল আবছার তালুকদার, রেজাউল করিম সাজ্জাদ ও মহিউদ্দিন মনজুর উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা বলেন, গাছ নিধনের ফলে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। আমাদের উচিত একটি করে হলেও গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।