আনোয়ারায় লরির ধাক্কায় প্রাণ গেল চন্দনাইশের আলমগীরের
আনোয়ারায় লরির ধাক্কায় মো. আলমগীর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আলমগীর চন্দনাইশ কাঞ্চননগর আব্বাসপাড়া এলাকার আমীর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে এগারোটায় আনোয়ারা বনফুল কনফেকশনারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, আনোয়ারায় বনফুল কনফেকশনারির সামনে লরির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরবি