আনোয়ারায় বরুমচড়া ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চার জনের মধ্যে আবদুর রহমান নামের আরো একজন শনিবার (১৫ মে) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন।
এর আগে শুক্রবার (১৪ মে) আরব আলী নামের একজনের মৃত্যু হয়।
বরুমচড়া ৫ নম্বর ওয়ার্ডের ইসহাক সওদাগর বাড়িতে আহমদ হোসেনের ঘরে ৯ মে ইফতারের আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার জন আগুনে দগ্ধ হন। তারা হলেন- আবদুর রহমান (৬২), মো. আরব আলী (৫০), মো. ফরহাদ (১৯) ও তানজিনা আক্তার (২৫)। এদের মধ্যে তানজিনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে দুই জনের মৃত্যু হয়।
আলোকিত চট্টগ্রাম