আনোয়ারায় ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে ছাই ৫ আড়ত

আনোয়ারায় রাতের আগুনে ৫টি আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মো. লোকমান, মো. জাকারিয়া, ছালেহ আহমদ , মো. শাহজাহান ও আবদুর রশিদের আড়ত পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, রাতে হঠাৎ আগুনে পাঁচটি আড়ত পুড়ে যায়। এসব আড়তে মৎস্যজীবিদের মাছ ধরার জাল ও শুঁটকি রাখা হতো।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলে যাবে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm