আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার(১৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা নির্বাচনি কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : আপিলেও বাতিল—আনোয়ারায় অধ্যাপক মান্নানের ‘চেয়ারম্যান’ নিশ্চিত
এর আগে গত ১২ ডিসেম্বর ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হলে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আপিলের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করা হয়েছে।