আনোয়ারায় গোয়ালঘরের টিন ভেঙে ১ লাখ টাকা দামের গরু চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে বুধবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মো. নুরুল আজিম।
তিনি বলেন, প্রতিদিনের মতো গরু দেখাশোনা করে রাতে ঘুমিয়ে যায়। ভোর ৪টার দিকে উঠে দেখি, গোয়ালঘরের টিন এবং দরজা ভাঙা। গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে অস্ট্রেলিয়ান জাতের কালো রঙের ষাঁড়টি নেই! পরে থানায় অভিযোগ দায়ের করি।
অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মু. হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কাঞ্চন সুশীল/আলোকিত চট্টগ্রাম