আনোয়ারায় অভিবাসী দিবসে নানা আয়োজন

আনোয়ারায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

রোববার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এ আয়োজন করে। এতে সহায়তা করে প্রত্যাশী সিমস্ প্রকল্প।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বর্ণিল র‌্যালি। এরপর উপজেলা মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আরও পড়ুন: আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

Yakub Group

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মুমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশী সিমস্ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম, ট্রেইনার রবিউল হোসেন কর্ণেল, উপজেলা সোশ্যাল মোবিলাইজার মো. জয়নাল আবেদীন চৌধুরী, আবুল ফয়েজ, আবদুল বাসেত ও জান্নাতুল মাওয়া।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!