আনোয়ারার ৮ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আনোয়ারা উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক।

বুধবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা হলেন—বৈরাগ, বারশত, বারখাইন, আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রায়পুর, বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি)।

আরও পড়ুন : আনোয়ারায় ইউনিয়ন পরিষদের সামনেই চেয়ারম্যানকে মারধর

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ (২৯ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২২ জানুয়ারি আনোয়ারার ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়করা।

জানা যায়, ৫ আগস্টে সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন অপসারণ করা চেয়ারম্যানরা। তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। এতে পরিষদে জনসেবাসহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জিইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm