আনোয়ারায় বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখা এবং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার জয়কালী বাজার ও কালা বিবির দীঘির মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
আরও পড়ুন : বহদ্দারহাট কাঁচাবাজারে নয়ছয়
জানা যায়, অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখায় জয়কালি বাজারের ডিডি স্টোরকে ৫ হাজার টাকা, মা স্টোরকে ৫ হাজার টাকা, মদিনা হোটেলকে ৩ হাজার টাকা এবং দরবার স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া লাইসেন্স না থাকায় কালাবিবির দীঘির মোড়ের তাকাওয়া রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের অভিযানে আনোয়ারা জয়কালী বাজার ও কালা বিবির দীঘির মোড়ের ৫ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কাঞ্চন/আরবি

