আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টারে এ আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
আরও পড়ুন : রমজানে বোনানজা ক্লাবের নানা আয়োজন
সেক্রেটারি মাস্টার আবুল হাসান খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের মো. সাইফুদ্দীন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্ ও বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন।
আয়োজনে অংশ নেন আনোয়ারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
কাঞ্চন/আলোকিত চট্টগ্রাম