আনোয়ারা রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা করায় ৬ ভ্রাম্যমাণ দোকানিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপনসহ অটোরিকশা ও বাস দাঁড়ানোর জায়গাও নির্ধারণ করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাতরি চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ।
আরও পড়ুন : আনোয়ারায় বালু ব্যবসায়ীকে লাখ টাকা দণ্ড, সঙ্গে মুচলেকা
এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, চাতরি চৌমুহনী বাজার এলাকায় রাস্তা দখল করে ব্যবসা করার অপরাধে ৬ ভ্রাম্যমাণ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অটোরিকশা স্টেশন ও বাস দাঁড়ানোর জায়গাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে এবং নতুন করে আরও কিছু স্পট নির্ধারণ করা হয়েছে।
কাঞ্চন/আরবি