আনোয়ারায় স্বামী বিবেকানন্দের জন্মোৎসবে নানা আয়োজনে

আনোয়ারায় স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব নানা আয়োজন করে শ্রীশ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম।

সেবাশ্রম প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ আয়োজন গত ২৪ জানুয়ারি শেষ হয়।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এ আয়োজনের মধ্যে ছিল— ভোরারতি ও প্রার্থনা, ভজন সংগীত, স্বামীজীর বিশেষ পূজা, ভোগ, হোম, অঞ্জলি, প্রসাদ আস্বাদন, সন্ধ্যারতি এবং মহাপ্রসাদ আস্বাদ।

এছাড়া চিত্রাঙ্কন, বক্তৃতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং ধর্মীয় নাটক পরিবেশন করা হয়।

আরও পড়ুন : আনোয়ারায় বাসন্তী মন্দিরের উৎসব ১৩ ফেব্রুয়ারি শুরু, কমিটি গঠন

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্পাদক ড. উজ্জ্বল কুমার দেব।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দত্ত।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কোষাধ্যক্ষ উচ্ছ্বাস দাসের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন রামকৃষ্ণ-সারদা সেব্রাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি তাপস হোড় ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অজিত বৈদ্য।

সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের পুরস্কার বিতরণ, বৃত্তি ঘোষণা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm