আনোয়ারায় মা-মেয়ে-ছেলেসহ ৫ গরু চোরকে ধাওয়া করে ধরল জনতা

আনোয়ারায় এবার  ৫ গরু চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি অটোরিকশাও জব্দ করা হয়।

আটকরা হলেন— বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের দেলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (২৬), পটিয়া উপজেলার দক্ষিণ বুশশি গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবলু (২৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মো. রাশেদ (২৫), মো. ইয়াছমিন (৫৫) ও ফাতেমা আক্তার (২২)। এদের মধ্যে রাশেদ, ইয়াছমিন ও ফাতেমা তিনজন মা-মেয়ে ও ছেলে।

আরও পড়ুন : এবার পুলিশ ধরল ৩ গরু চোরকে

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকার নুর মুহাম্মদের (৫৮)  গরুর বাছুর চুরি করে নিয়ে যায় আটকরা। এসময় ধাওয়া করে পাশের বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় অটোরিকশাসহ তাদের আটক করে স্থানীয়রা। পরে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক চোরদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চাতরিতে ২০ জানুয়ারি গভীর রাতে গরু চুরি করতে আসা তিন চোরকে আটক করে পুলিশ।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm