আনোয়ারায় মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশনে জব্দ করা হয়েছে লাখ টাকার অবৈধ জাল। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার সহকারী পরিচালক মো. ফারুক মায়েদুজ্জামান। এতে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা।
জানা যায়, অভিযানে প্রায় ১ হাজার মিটার দৈর্ঘে্যর একটি জাল জব্দ করা হয়। এ জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
আরও পড়ুন : অটোরিকশায় পালাতে গিয়ে গভীর রাতে ধরা খেল ৪ ডাকাত
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজকের অভিযানে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার গবেষণা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় এবং বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়ছার হামিদ।
কাঞ্চন/আরবি