আনোয়ারায় বাসন্তী মন্দির উৎসব উদযাপন পরিষদ গঠিত হয়েছে। এতে দীপঙ্কর রুদ্রকে প্রধান সমন্বয়কারী , কাঞ্চন সুশীলকে সমন্বয়কারী, গৌতম চক্রবর্তীকে আহ্বায়ক এবং চম্পক শীলকে সদস্য সচিব করে ২২ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে গত শুক্রবার (১০ জানুয়ারি) নগরের কোতোয়ালি মোড় প্রাঙ্গণ এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি অনুপ কুমার রুদ্র। পরে সভায় উপস্থিত সবার সর্বসম্মতিতে উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন— সমন্বয়কারী শাপলা চক্রবর্তী ও তরূপ রুদ্র, যুগ্ম আহ্বায়ক রাজু দাশ, অনুপ শীল ও সুমন সূত্রধর, যুগ্ম সচিব সুব্রত শীল ও সুমন চক্রবর্তী, অর্থ সচিব সুজন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সচিব বিষ্ণু সূত্রধর, সহপ্রচার ও প্রকাশনা সচিব জিকু দাশ ও জয় সূত্রধর, স্বেচ্ছাসেবক সচিব বিশ্বজিৎ রুদ্র, সহস্বেচ্ছাসেবক সচিব রতন দাশ ও তপন আচার্য্য, ভাণ্ডার রক্ষক ভূপাল দাশ এবং সহভাণ্ডার রক্ষক সজল চক্রবর্তী ও সুনীল সূত্রধর।
আরও পড়ুন : ৩ উৎসব ঘিরে রঙে রঙিন চট্টগ্রাম
সভায় উপস্থিত ছিলেন কাযর্করী সভাপতি দিলীপ রুদ্র, সিনিয়র সহসভাপতি কাঞ্চন দাশ, লিটন শীল, পণ্ডিত ভবতোষ চক্রবর্তী ও সুবীর চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, সিনিয়র সাধারণ সম্পাদক দীপঙ্কর রুদ্র ও গৌতম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন সুশীল, অমিত রুদ্র, তরুপ রুদ্র, রুপন রুদ্র ও চম্পক শীল, অর্থ সম্পাদক সুপঙ্কর রুদ্র, বিষ্ণু সুত্রধর, সুজন চক্রবর্তী, পল্লব চক্রবর্তী, জ্যোতষ পল্টু আচার্য্য ও ভুপাল দাশ।
সভায় জানানো হয়, আনোয়ারা পাটনীকোটায় বাসন্তী মন্দিরের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিনব্যাপী মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, লীলা কীর্তন, সঙ্গীত, নৃত্যুানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সঙ্গীত ও নৃত্যুানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় লীলা কীর্তন ও রাত ১০টায় প্রসাদ আস্বাদন।
১৪ ফেব্রুয়ারি সকাল ৮টায় মঙ্গল শোভযাত্রা, ১০টায় গীতাযজ্ঞ, দুপুর ১টায় ভোগারতি এবং দুপুর দেড়টায় অন্নপ্রসাদ আস্বাদন।
কাঞ্চন/আরবি