আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবছার নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরপর মুচলেকা নেওয়া হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার বরুমচড়া রাবারড্যাম এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
আরও পড়ুন : চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ১০ স্পটে রমরমা বালু-বাণিজ্য
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, অবৈধভাবে বালু সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. আবছারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে রাবারড্যাম সংলগ্ন এলাকায় বালু সংরক্ষণ ও বিক্রি না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।
কাঞ্চন/আরবি