আনোয়ারায় আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় লাশের গায়ে কোনো কাপড়-চোপড় ছিল না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরের পাড়ের চিপাতলী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন : আনোয়ারায় গরম পানিতে নাতনিকে ঝলসে দেওয়া নানি ধরা খেল
এ বিষয়ে বার আউলিয়াপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু দত্ত বলেন, আজ দুপুর প্রায় ১টার দিকে কোস্টগার্ডের মাধ্যমে জানতে পারি চিপাতলী ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের পাড়ে একজন পুরুষের লাশ ভাসমান অবস্থায় আছে। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে লাশের পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
জিইউএস/আরবি