আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় যুবক খুন

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মো. মানিক (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মো. ছৈয়দের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে যুবক খুন—নেপথ্যে পরকীয়া, টার্গেটে ৩ বন্ধু

নিহত যুবকের ভাই মো. বাবুল বলেন, আমার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পান । এ নিয়ে সোমবার রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। এসময় আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, টাকা পাওনার বিরোধকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের ছুরিকাঘাতে মানিকের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm