আনোয়ারায় দুভাইয়ের কাছে ২ লাখ ইয়াবা—১৮ লাখ টাকা

আনোয়ারায় মাদক কারবারি দুই ভাইকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। দুভাই আটক হলেও পালিয়ে যায় তাদের বড় ভাই।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার আশরাফ আলী চৌধুরী বাড়ির আবদুর ছবুরের ঘর থেকে তাদের আটক করে।

এদিকে আজ (৪ ডিসেম্বর) দুপুরে আটকদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন : চট্টগ্রামে তিন স্পটে ধরা খেল ৩ মাদকসেবী

আটকরা হলেন— মো. আবদুল্লাহ্ আল নোমান (২৫) ও তাঁর ছোটভাই মো. আবু হানিফ (২২)। তাঁরা দুজন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার আবদুর ছবুরের ছেলে। পালিয়ে যাওয়া বড়ভাই মিজানুর রহমান বাবু (৩৫)।

সেনাবাহিনী জানায়, ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুজনকে আটক করা হয়। তবে এসময় পালিয়ে যায় একজন। পরে বাড়ি তল্লাশি করলে পুরাতন টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ আটক দুজনকে হস্তান্তর করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

জিইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm