আনোয়ারায় কেয়াগড় মন্দিরের টাকা-স্বর্ণালঙ্কার লুট

আনোয়ারায় কেয়াগড় সার্বজনীন শ্রীশ্রী মগদেশ্বরী ও শিব মন্দিরের তালা কেটে মূর্তির স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাতরী ইউনিয়নে কেয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

মন্দির থেকে চুরি হয়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে দান বাক্সের আনুমানিক নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, কাশা, ঘণ্টা, শঙ্খ ও মন্দিরের মূল্যবান আসবাবপত্র।

কেয়াগড় গ্রামের বাসিন্দা অংকুর দত্ত বলেন, রাতে মন্দিরের তালা কেটে মন্দিরের দানবাক্সসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা করেছে আমরা এখনো জানতে পারিনি। আনোয়ারা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা মন্দিরটি পরিদর্শন করেছি। মন্দিরের লোকজনদের সাথে কথা বলেছি। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

Yakub Group
কাঞ্চন সুশীল/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।