আনোয়ারা ২ লাখ টাকা মূল্যের বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান চালায় উপজেলায় মৎস্য অফিস।
আরও পড়ুন : আনোয়ারায় বিশেষ কম্বিং অপারেশনে হাজার মিটার জাল জব্দ
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। তিনি বলেন, অবৈধ জাল নির্মূলে চলমান বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের প্রথমদিনের অভিযানে উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে প্রায় ১ লাখ মিটার দৈর্ঘ্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপকূলে এনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।
কাঞ্চন/আরবি