আনোয়ারায় অসহায় নারীরা পেল সেলাই মেশিন

আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এসব সেলাই মেশিন বিতরণ করেন।

আরও পড়ুন: আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল গফ্ফার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, নুরুল ইসলাম, ইউপি সদস্য কাজী ফেরদৌস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, ছাত্রনেতা নাজিম উদ্দীন ছোটন, আবু তৈয়ব রাসেল ও আবদুর রহিম।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm