আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) উপজেলার বরুমচড়া হাইড্রোলিক এলিভেটর ড্যাম ও ভরার চর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের দায়ে দুটি মামলায় বালু মহালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ড্রেজার মেশিনের মাধ্যমে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জেজে/আলোকিত চট্টগ্রাম