সীতাকুণ্ডে নডালিয়া গ্রামের তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাসলিমা সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নডালিয়া আব্দুল ওয়াজেদ হাজীর বাড়ির ওমান প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন : মিতুল খুনে চসিক কাউন্সিলরের স্ত্রীকে খুঁজছে পুলিশ—‘সাজা কমাতে’ আত্মহত্যার মিশনই চূড়ান্ত
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়ালিয়া এলাকার ওমান প্রবাসী আলমগীরের স্ত্রী তাসলিমাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পরিবারের লোকজন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। তাসলিমার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এসএস/এসআর
মন্তব্য নেওয়া বন্ধ।