আটকে গেল বড়শি—সাগরতলে যুবক, খুঁজছে ডুবুরিরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. নুর করিম (৩৭) নামে এক যুবক।

রোববার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বড়কুমিরা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ছোটকুমিরা হিঙ্গোরিপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর করিম আজ বেলা ১২টার দিকে বড়কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় বড়শি নিয়ে মাছ ধরতে যান। বড়শি ফেলার পর দুপুর ১টার দিকে বড়শিটি পানির নিচে আটকে যায়। এরপর নুর করিম পানিতে নামলে জোয়ারের পানিতে তলিয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যান। সাগর উত্তাল থাকায় ডুবুরিদের উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। বিকাল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।

কুমিরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা মো. রাসেল রানা আলোকিত চট্টগ্রামকে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে দুটি ডুবুরি দল জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে এক তরুণ নিখোঁজ আছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!