আগ্রাবাদে বৃদ্ধকে লাশ করে পালাল মাইক্রোবাস চালক

নগরে মাইক্রোবাসের ধাক্কায় দুলাল চন্দ্র দাশ (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাতটার দিকে আগ্রাবাদের সিডিএ-১ নম্বর রোডের মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা হলেও পালিয়েছে চালক।

দুলাল চন্দ্র বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় আখতার ভিলা নামে একটি ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন : সিআরবিতে পুলিশ দেখেই বৃদ্ধকে ফেলে পালাল তরুণী

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপরিদর্শক (এসআই) কোহিনুর ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুলাল চন্দ্রকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Yakub Group

এসআই আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!