মাদারবাড়িতে ৩৩ ঘর পুড়ে ছাই౼’আগুন’ শুনেই স্ট্রোকে মৃত্যু

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড এসআরবি রেল গেট এলাকার একটি বস্তিতে আগুনে ৩৩ ঘর পুড়ে গেছে।

আর এই আগুন লাগার খবর শুনেই স্ট্রোকে মৃত্যু হয়েছে আবদুল জলিল (৫৪) নামের এক ব্যক্তির। তিনি ওই বস্তির ভাড়াটিয়া ছিলেন।

আরও পড়ুন : আতুরার ডিপোতে ভয়াবহ আগুন

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে ৩৩টি ঘর পুড়ে গেছে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘বস্তিতে আগুন লাগার খবর শুনে আবদুল জলিল নামের ওই ব্যক্তি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এর আগে আরও দুবার স্ট্রোক করেছিলেন তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!