ফটিকছড়িতে গভীর রাতের আগুনে ৫ পরিবারের সর্বনাশ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামে আগুনে সর্বনাশ হয়েছে পাঁচ পরিবারের।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার নুরুল্লাহ মুন্সির বাড়িতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে ওই পাঁচ পরিবার। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

আরও পড়ুন : রান্নাঘরের আগুনে ছাই ২২ পরিবারের স্বপ্ন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে আগুন লাগে নুরুল্লাহ মুন্সির বাড়িতে। এ সময় আবদুস সালাম, আবু তাহের, মু. এয়াকুব, মু. ইছা ও মু. খোরশেদের ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মু. ইসমাইল বলেন, পৌর এলাকার নুরুল্লাহ মুন্সির বাড়ির এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের নায়েক মুকুল বিকাশ রোয়াজা আলোকিত চট্টগ্রামকে বলেন, অগ্নিকাণ্ডে পাঁচ ঘর পুড়ে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।

আক্কাছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!