আগুনে সব হারাল ১০ পরিবার

রাঙামাটি শহরে আকস্মিক আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে ১০ পরিবার।

শহরের তবলছড়ি ওয়াপদা কলোনি এলাকায় শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টার সময় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ভয়াবহ আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওয়াপদা কলোনিতে চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল ২ দোকান

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, সম্ভবত কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করতে হবে।

রাঙামাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর নবী বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা নিম্ন আয়ের মানুষ। কিছুই রক্ষা করতে পারেনি তারা।

এদিকে খবর পেয়ে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!