আগুনে পুড়ে সম্বলহীন মানুষের পাশে আওয়ামী লীগ নেতা রুহেল

মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মদজ্যম ওয়াহেদপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে জাকির হোসেন ও রুহুল আমিনের বসতঘর।

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় তাদের কোরবানির জন্য কেনা ২টি গরু, গরু বিক্রির দুই লাখ টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঈদের দিন বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছুটে যান উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মাহবুব রহমান রুহেল।

এ সময় তিনি আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে কোরবানির মাংস তুলে দেন। সঙ্গে প্রদান করেন অর্থ সাহায্য।

এছাড়া পরিবারগুলোর ঘর তৈরিতে যাবতীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় চেয়ারম্যান, টিপু সুলতান, ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানা, সহসভাপতি আশরাফুল কামাল মিঠুসহ অন্যান্য নেতাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে বলেন তিনি।

রুহেল বলেন, আগুন লাগলে প্রায়ই দেখা যায় মানুষের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তাদের যাবতীয় ডকুমেন্টস সংগ্রহে সহায়তার জন্য স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশনা দেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সময় রুহেলকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!