কক্সবাজারের ঈদগাঁওয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮ বসতঘর। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার (৮ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার জালালাবাদ ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পশ্চিম বাকলিয়ায় হঠাৎ আগুন—পুড়ল ৩ দোকান
এদিকে খবর পেয়ে রামু ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃত কবির আহমদের ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ওয়ার্ড মেম্বার নুরুল আলম ও স্থানীয়রা জানান।
জানা গেছে, আগুনে একই এলাকার মৃত আবদুল গনির ছেলে কবির আহমদ, মৃত আবু শামার ছেলে আবু বকর, শামশুল আলমের ছেলে সাইফুল ইসলাম, কবির আহমদের ছেলে নুরুল হুদা এবং মৃত আবদুছ ছোবহানের ছেলে আলী আহমদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক পুড়েছে বিধবা জোছনা আক্তার এবং নজির আহমদের ছেলে শাহজাহানের বাড়ি।
এ বিষয়ে রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: এক ঘরের আগুনে পুড়ল ৯ ঘর
ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়রা জানান, আগুনে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছেন।
জানতে চাইলে জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বলরাম/আরবি