আগুনে তিন প্রতিষ্ঠানের ১২ লাখ টাকার ক্ষতি

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যরাতে উপজেলার আবুরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তা হলেন- ভ্যারাটিইজ স্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক মো. আরিফ ও টেইলার্স দোকানের মালিক মো. গোলাম হোসেন।

এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: চলন্ত গাড়ির ইঞ্জিনে হঠাৎ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল ৫ জন

ক্ষতিগ্রস্ত ফার্মেসি মালিক মো. আরিফ জানান, আমরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত প্রায় ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে থাকা নগদ টাকা, ওষুধ, কাপড়সহ অনেক জরুরি কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছি।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!