আওয়ামী লীগ নেতার বাড়িতে মিলল মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের চোরাই মালামাল

মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া আনুমানিক ২০ লাখ টাকার ১৯ রকমের মালামাল আওয়ামী লীগ নেতা আবু ছালেহের বাড়ি থেকে উদ্ধার করেছে নৌবাহিনী। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মগডেইল গ্রামে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মাহমুদ হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, আওয়ামী লীগ নেতা আবু ছালেহে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন : ভিড়ল শততম জাহাজ—বাড়ল গভীর সমুদ্রবন্দরে রাজস্ব স্বপ্নের গভীরতা

নৌ বাহিনী জানায়, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রভাবশালী একটি চক্র বিপুল পরিমাণ চোরাই মালামাল পাচারের জন্য আবু ছালেহের বাড়িতে মজুদ করে রাখে। গোয়েন্দা তথ্যে নৌবাহিনীর একটি টিম আজ সকালে মাতারবাড়ি মগডেইল আবু ছালেহর বাড়িতে অভিযান চালায়। এসময় চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মাহমুদ হাসান বলেন, আবু ছালেহ নামে এক ঠিকাদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন রকমের চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। পরে এসব মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট সকালে নৌবাহিনীর সদস্যরা মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে জড়িতদের আটক করে। এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm